রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণ করলেন মালয়েশিয়ার ক্রাউন প্রিন্স অব পারলিস ও ড্যাফোডিল পরিবার
- নিউজ ডেস্ক
মালয়েশিয়ার ক্রাউন প্রিন্স অব পারলিস টেংকু সৈয়দ ফাইজুদ্দিন পুত্র ইবনে টেংকু সৈয়দ সিরাজুদ্দিন জামালুল্লাইল ও তার দল বাংলাদেশের ড্যাফোডিল পরিবারের সঙ্গে যৌথভাবে গত ১৫ ও ১৬ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন এবং শরণার্থীদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করেছেন। এসময় তাঁদের সঙ্গে ছিলেন কক্সবাজারের স্থানীয় সাংসদ সাইমুম সারওয়ার কমল, ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, ট্রেজারার মো. হামিদুল হক খান, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীবৃন্দ।
মহামান্য ক্রাউন প্রিন্স বাংলাদেশের সেনাবাহিনীর সহায়তায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, কুতুপালং ক্যাম্প ও শরণার্থী হাসপাতালে দুই হাজারের বেশি রোহিঙ্গা পরিবারের মাঝে ১০০ টন চাল ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন। পরিদর্শনকালে ক্রাউন প্রিন্স কুতপালং ক্যাম্পে একটি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং প্রাথমিক কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে ১৫ হাজার মালয়েশীয় রিংগিতের একটি চেক তুলে দেন। এছাড়া শরণার্থী হাসপাতালে ডাক্তার ও অ্যাম্বুলেন্স পাঠানোরও প্রতিশ্রতি দেন মালয়েশীয় ক্রাউন প্রিন্স।