শহীদ সন্তানদের দায়মুক্তি হয়েছে: খাদ্যমন্ত্রী
নিউজ ডেস্ক: যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর ফাঁসি কার্যকরের মধ্যদিয়ে তার দাম্ভিকতার পতন হয়েছে দাবি করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‘এর মধ্যদিয়ে শহীদ সন্তানদের দায়মুক্তি হয়েছে।’ রাজধানীর প্রেসক্লাবে রোববার সকালে এক সমাবেশে কামরুল ইসলাম একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘রায় কার্যকর না করতে কোনো পশ্চিমা দেশ বা লবিস্ট প্রধানমন্ত্রীর কাছে আপিল করার সাহস পায়নি।’ জামায়াতে ইসলামের নিষিদ্ধকরণের বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াতের নিষিদ্ধের ব্যাপারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। আমাদের প্রত্যাশা, আগামীতে সরকার ও বিরোধীদল উভয় পক্ষেই মুক্তিযুদ্ধের পক্ষের অনুসারীরা থাকবেন।’
সমাবেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যুদ্ধাপরাধী মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হয়েছে সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে। সোমবারের হরতালের মধ্য দিয়ে আদালত অবমাননা করেছে জামায়াত।’ তিনি আরও বলেন, ‘যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় তারা বাংলাদেশের রাজনীতি করতে পারে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।’
রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, অরুণ সরকার রানাসহ অন্যরা।