প্রতিবন্ধীরা দেশের সম্পদ : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: প্রতিবন্ধীরা দেশের বোঝা নয় বরং সম্পদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা দেশের জন্য বোঝা নয়। তারা আমাদের সম্পদ। আমাদের কাজ হচ্ছে তাদের সম্পদ হিসেবে গড়ে তোলা।’ প্রতিবন্ধীদের প্রতি ভালবাসা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে আমি যে কার্ড পাঠাই বিভিন্ন মানুষের কাছে তা আমি প্রতিবন্ধীদেরই আঁকা ছবি দিয়ে তৈরি করে পাঠাই।’
তিনি আরো বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে। আমরা ৬ লাখ প্রতিবন্ধীকে ভাতা দিচ্ছি। ৬০ হাজার প্রতিবন্ধীকে শিক্ষা বৃত্তি দেই। জেলা ও উপজেলায় ১০৩টা প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র খুলেছি। দেশে কতজন প্রতিবন্ধী রয়েছে তার ডাটাবেজ তৈরি করা হবে। প্রতিবন্ধীদের জন্য পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণের জায়গাও দেখে রেখেছি।’ সবাইকে সহমর্মিতার সাথে প্রতিবন্ধীদের পাশে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতে তারা সমাজে অবহেলিত হয়ে থাকবে না।