আইএস জড়িত নয়, বাংলাদেশের সাথে একমত ইতালিও : স্বরাষ্ট্রমন্ত্রী
চেসারে তাভেলা হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জড়িত নয় বলে বাংলাদেশের সাথে একমত পোষন করেছে ইতালির দূতাবাস।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা জানান। এর আগে ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। তাই ইতালির নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে আইএস জড়িত নয়, এ ব্যাপারে আমরা নিশ্চিত। ইতালির রাষ্ট্রদূতও এ রকমই মনে করেন।’
‘হত্যাকারীদের ধরতে জোর চেষ্টা চলছে’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (মারিও পালমা) এসেছিলেন। হত্যাকারীদের ধরতে আমরা যেসব পদক্ষেপ নিয়েছি, সে সম্পর্কে তাঁদের অবহিত করেছি।’