সব ধর্মের মানুষের জন্য খুলে দেওয়া হলো মসজিদ
আন্তর্জাতিক ডেস্ক : সব ধর্মের মানুষের জন্য খুলে দেয়া হয়েছে ফ্রান্সের কয়েকশ’ মসজিদ। ইসলাম ও মুসলিমদের নিয়ে ভ্রান্ত ধারণা দূর করতে গতকাল (৯ জানুয়ারি) এ উদ্যোগ নেন ফ্রান্সের মুসলিম নেতারা।
গতকাল ফরাসি মসজিদগুলোতে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়। সেখানে আলোচনা, কর্মশালা ও বিতর্ক অনুষ্ঠিত হবে বলে জানায় ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ। সংগঠনের প্রধান, আনোয়ার কিবিবেচ বলেন, সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে খোলামেলা আলোচনার সুযোগ তৈরি করতে চান তারা। এতে মানুষে মানুষে সংহতির বাড়বে বলে প্রত্যাশা করা হয়।
গত বছরের জানুয়ারি ও নভেম্বরে সন্ত্রাসীর হামলার ঘটনায় দেশজুড়ে মুসলিম বিদ্বেষের ঘটনা বাড়ার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিলেন দেশটির মুসলিম নেতারা।