ড্যাফোডিল স্কুলে দেশের প্রথম স্টেম ল্যাব
- সংবাদ ডেস্ক
দ্রুত পরিবর্তনশীল ও অগ্রসরমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের ঊৎকর্ষ সাধনে এবং সর্বাধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে উপযুক্তরূপে গড়ে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ধানমন্ডি শাখায় বাংলাদেশে এই প্রথম চালু করেছে স্টেম (এসটিইএম) ল্যাব।
স্টেম শিক্ষাঙ্গনে এক নতুন বিস্ময়! এটি এমন একটি শিক্ষা পাঠ্যক্রমের দিক নির্দেশনা যার মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত—এই ৪টি মৌলিক বিষয়ে শিক্ষা গ্রহণ সম্ভব। স্টেম ল্যাব ব্যাবহার করে শিক্ষার্থীরা যে শিক্ষাগ্রহণ করবে তা শুধু তাদের শিক্ষিতই করবে না বরং কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে তুলবে।
এ কথা অনস্বীকার্য যে, পেশাগত জীবনে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষার বিকল্প নেই। আমরা আশাবাদী যে স্টেম জীবনের এই শিক্ষা ও কর্মমুখী শিক্ষাদানে এতটা কার্যকর হবে যে আগামী দিনে বেকারত্ব অনেকাংশে ঘুচবে।
সে লক্ষ্য নিয়েই স্টেম এর ধারনা বাংলাদেশে প্রথম সূচনা করে ড্যাফোডিল ফ্যামিলি। আজ ২০ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ধানমন্ডি শাখায় এ স্টেম ল্যাবটির শুভ উদ্বোধন হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নিজস্ব ভবনে এই ল্যাবটির উদ্বোধন করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান। অনুষ্ঠানে ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মো. মাহমুদুল হাসানসহ ড্যাফোডিল ফ্যামিলির উপদেষ্টা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।