‘আর্ট অব গিভিং ডে’ উদযাপন
- সংবাদ ডেস্ক
ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স (ডিআইএসএস)-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৬ মে) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাস ধানমন্ডি, স্থায়ী ক্যাম্পাস আশুলিয়াসহ চাঁদপুরে ‘ইন্টারন্যাশনাল আর্ট অব গিভিং ডে’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসের ৭১ মিলনায়তনে পাঁচ শতাধিক ছিন্নমূল পথশিশু ও তাদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি, লালমাটিয়া ও উত্তরা এলাকা থেকে আসা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. হামিদুল হক খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মাহমুদুল হাসান, এইচআরডিআই এর ভারপ্রাপ্ত নির্বাহী রহিমা কে মির্জা প্রমুখ।
ভারতের কলিঙ্গ ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স (কেআইএসএস)-এর প্রতিষ্ঠাতা ড. অচ্ছুত সামন্তের উদ্যোগে ২০১৩ সাল থেকে প্রতি বছর ১৭মে ‘ইন্টারন্যাশনাল ডে অব আর্ট অব গিভিং’ পালন করা হয়। এ বছর বাংলাদেশে দিবসটি পালন করে ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স (ডিআইএসএস)। দিবসটি পালন উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডি, উত্তরা, লালমাটিয়া থেকে পাঁচ শতাধিক ছিন্নমূল শিশুদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিয়ে আসেন ডিআইএসএস-এর স্বেচ্ছাসেবকরা। এরপর তাদের মাঝে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।