ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল কনফারেন্স অন ইলেক্ট্রনিকস এন্ড ইনফরমেশন-২০১৯’
- নিউজ ডেস্ক
বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটি এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর যৌথ উদ্যোগে গত ০৪-৫ ডিসেম্বর রাজধানী ঢাকার পরমাণু শক্তি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল কনফারেন্স অন ইলেক্ট্রনিকস এন্ড ইনফরমেশন-২০১৯। গত ৪ ডিসেম্বর দু’দিনব্যাপী এ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইঞ্জিনিয়ার আবদুস সালাম, সদস্য (প্রকৌশল), বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক এম. লুৎফর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটির সভাপতি অধ্যাপক ইঞ্জি. এ. কে. এম. ফজলুল হক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটির সাধারণ সম্পাদক ড. মো. নজরুল ইসলাম খান।
এবারের কনফারেন্সের প্রতিপাদ্য, চতুর্থ শিল্পবিপ্লবের পথে চ্যালেঞ্জসমূহ । আয়োজনের মূল লক্ষ্য নির্ধারিত হয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ইলেক্ট্রনিক্স, তথ্য-প্রযুক্তি শিক্ষা ও গবেষণা শক্তিশালীকরণ। কনফারেন্সে প্রায় দেড় শতাধিক নিবন্ধ উপস্থাপনের জন্য নির্ধারিত হয়। দেশের বিভিন্ন প্রান্তের গবেষক, শিক্ষক-শিক্ষিকা, পেশাজীবিদের অংশগ্রহণের মাধ্যমে আলোচনা, উপস্থাপনার মধ্য দিয়ে এ আয়োজনের যথার্থ সার্থকতা অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।