করোনাভাইরাস : কোন কোন দেশ আক্রান্ত
- নিউজ ডেস্ক
বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে নভেল করোনাভাইরাস। এরই মধ্যে বাংলাদেশসহ ১০৯ টি দেশে করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৯০৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৫৯ জনের। অন্যদিকে সুস্থ হয়েছেন ৬২ হাজার ১৭৬ জন।
চীনের উহানে প্রথম করোনাভাইরাসের উৎপত্তি হয়। এ পর্যন্ত চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৭৩৫ জন। এর মধ্যে মারা গেছেন ৩ হাজার ১১৯ জন।
আক্রান্তের দিক দিয়ে চীনের পরেই আছে দক্ষিণ কোরিয়া। এখন পর্যন্ত এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫১ জনের।
চীনের পর ইতালিতে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৩৬৬ জন।
ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৩৭ জন। অন্যদিকে দেশটিতে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন।
এখন পর্যন্ত ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২৬ জন। আক্রান্তের মধ্যে মৃতুবরণ করেছেন ১৯ জন।
জার্মানিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১২ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রে করেনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১৫ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।
জাপানে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮৮ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৬ জন।
এসব দেশ ছাড়াও যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া,সিঙ্গাপুর, মালয়েশিয়া, সুইডেন, কানাডা, কুয়েত, সৌদি আরব, থাইল্যান্ড, তাইয়ানসহ অনেক দেশে করোনা আক্রান্ত রয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্করা। এর মধ্যে ৮০ বছর বয়সের উর্ধ্বে মারা যাওয়ার হার ১৮ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া ১০ থেকে ১৯ বছর বয়সীদের এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার দশমিক ২ শতাংশ। অন্যদিকে শূন্য থেকে ৯ বছর পর্যন্ত বয়সীদের মধ্যে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুরুষের মৃত্যুর হার ২ দশমিক ৮ শতাংশ। আর নারীদের মধ্যে এ হার ১ দশমিক ৭ শতাংশ।
চীনা বিশেষজ্ঞরা বলছেন, আগামী জুন পর্যন্ত গোটা বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকার সম্ভাবনা রয়েছে।
সূত্র: দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট