রমজানের শুভেচ্ছা জানালেন প্রিন্স চার্লস
- নিউজ ডেস্ক
এক বৈরী সময়ের মধ্যে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে এসেছে এবারের পবিত্র রমজান। এমন এক সময়ে এক ভিডিও বার্তার মাধ্যমে মুসলমানদেরকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বিট্রিশ রানীর জ্যেষ্ঠ পুত্র প্রিন্স চার্লস। তিনি বলেন, আগের বছরগুলোতে রমজানের সময় মসজিদগুলো কানায় কানায় পূর্ণ হয়ে উঠত, সকলে একত্রে প্রার্থনা করত। মুসলমানরা তাদের খাবারগুলো প্রতিবেশি ও বন্ধুবান্ধবদের সঙ্গে ভাগাভাগি করে খেত। জীবন আনন্দময় হয়ে উঠত। এ বছর তেমনি কিছু হচ্ছে না। এ এক বৈরী সময়। আমি ভাবতেও পারছি না যে, এই বিশেষ মাসটি আপনাদের জন্য কতটা মারাত্মক ও দুঃখজনক হয়ে উঠেছে। কারণ আগের মতো স্বতস্ফূর্তভাবে আপনারা রমজানকে পালন করতে পারছেন না।
প্রিন্স চার্লস বলেন, মুসলিম স্বেচ্ছাসেবকরা রমজানের সময় ইতিপূর্বে যে কাজগুলো করেছিল তা আমাকে বিশেষভাবে উত্সাহিত করেছিল। মসজিদগুলো অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মন্দির, গির্জা ইত্যাদির সঙ্গে সমন্বয় করে স্থানীয় উদ্যেগে নানা ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজ করত যা সত্যিই প্রশংসনীয়। আমি জানি, এই কোভিড-১৯ মহামারির সময়ে অনেক ব্রিটিশ মুসলিম সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছে। তারা আমাদের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রধান চালিকা শক্তি হিসেবে ভূমিকা পালন করছে। আমি এটাও জানি, ইতিমধ্যে অনেক অভিজ্ঞ এবং দক্ষ মুসলিম চিকিত্সক ও নার্স এই যুদ্ধ করতে গিয়ে তাদের মূল্যবান জীবন হারিয়েছেন। আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। কোভিড-১৯ মোকাবিলার এই যুদ্ধে যারাই নেতৃত্ব দিচ্ছেন, তিনি যে ধর্মেরই হোন না কেন, তাদের প্রত্যেকের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ব্রিটিশ রানীর জ্যেষ্ঠ পুত্র এ সময় মুসলিম বালক ইসমাইল মোহাম্মদ আবদুল ওয়াহাবের কথা স্মরণ করেন। তিনি বলেন, তের বছর বয়সী মুসলিম বালক ইসমাইল মোহাম্মদ আবদুল ওয়াহাবের করুণ কাহিনি শুনে আমি ভীষণ ব্যথিত হয়েছি। ছোট্ট এই কিশোরের মৃত্যু আমাকে হতবিহ্বল করে দিয়েছে। তার জানাজায় তার পরিবারের লোকজনও অংশ নিতে পারেনি। কারণ তারাও ছিল আইসোলেশনে। বর্তমান পরিস্থিতির কারণে জানাজায় অংশগ্রহণের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু যে কারণেই মৃত্যু হোক না কেন, প্রতিটি মৃত্যুই নিদারুণ শোকের। আমি উপলব্ধি করতে পারছি, এই সময়ে যারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তাদের পরিবারের জন্য এটা কতোটা যন্ত্রণাদায়ক। তারা তাদের প্রিয় মানুষের জানাজায়ও অংশ নিতে পারছে না। আমি যদি তাদের এই নিদারুণ দুঃখ-যন্ত্রনার ভাগ নিতে পারতাম!
প্রিন্স চার্লস আরও বলেন, এই ভয়াবহ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমি ও আমার স্ত্রী আপনাদেরকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই। যুক্তরাজ্যের জাতীয় জীবনে আপনাদের যে অবদান আমরা তার প্রশংসা করি। আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। রমজানুল মুবারক!