সাড়া ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোভিড-১৯ সনাক্তরণ পদ্ধতি
- নিউজ ডেস্ক
আত্মপ্রকাশের এক মাসের মধ্যেই চিকিৎসা অঙ্গনে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ইউনিট ও কার্ডিওকেয়ার জেনারেল ও স্পেশালাইজড হাসপাতালের একদল গবেষকবৃন্দ কর্তৃক উদ্ভাবিত কোভিড-১৯ সনাক্তকরণের নতুন পদ্ধতি। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পদ্ধতি যার মাধ্যমে রোগীর বুকের এক্সরে এবং ফুসফুসের সিটি স্ক্যানের ছবি বিশ্লেষণের মাধ্যমে ‘কোভিড-১৯’ সনাক্ত করা যায়।
উদ্ভাবনের সঙ্গে সংশ্লিষ্ট গবেষকরা জানান, এই এক মাসে ৩৭০জন ব্যবহারকারী এই প্রযুক্তি ব্যবহার করেছেন। এরমধ্যে ৩৪০জন বাংলাদেশি এবং ৩০জন বিদেশি। এছাড়া ২৮টি হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠান এই নতুন পদ্ধতি ব্যবহার করেছে। এরমধ্যে ২২টি বাংলাদেশি প্রতিষ্ঠান এবং ৬টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
গবেষকরা জানান, কোভিড-১৯ সনাক্ত করার জন্য একটি ওয়েবসাইটে (https://helpus.ai/) রোগীর বুকের এক্সরে ফিল্ম আপলোড করতে হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সেই এক্সরে ফিল্ম বিশ্লেষণ করে কোভিড-১৯ সংক্রান্ত ফলাফল প্রদান করে। ফলাফলের সফলতা ৯৬ ভাগ সঠিক বলে প্রমাণিত হয়েছে। এ পর্যন্ত ব্যবহারককারীরা ১৬৫৯টি এক্সরে ফিল্ম আপলোড করেছেন বলে জানান গবেষকরা। এরমধ্যে ১০৮২টি এক্সরে ফিল্ম আপলোড করা হয়েছে ব্যক্তিগতভাবে এবং ৫৭৭টি করা হয়েছে হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের মাধ্যমে। এরমধ্যে ১২০টির ফলাফল কোভিড-১৯ পজিটিভ এসেছে এবং ১১২টির ফলাফলে নিউমোনিয়া সনাক্ত হয়েছে। এছাড়া বাকি ৮৬% ফলাফল ‘নরমাল’ এসেছে।
উল্লেখ্য, গত ২২ মার্চ অনলাইনের মাধ্যমে এই কোভিড-১৯ সনাক্তকরণ পদ্ধতিটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পদ্ধতিটি উদ্ভাবন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালাইড হেলথ সায়েন্স অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ডা. আবু নাসের জাফর উল্লাহর নেতৃত্বে একদল গবেষকবৃন্দ।