দেখুন, কোরান কী বলছে…
- ফিচার ডেস্ক
আমরা মুসলিম, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, তবে কোরানে যা বলেছে তা অনুসরণ করতে আমরা ভুলে গেছি। কোরান যা বলে তার চেয়ে আমরা তৃতীয় পক্ষের নির্দেশিকা বা প্রচুর নেতাদের সর্বদা অনুসরণ করি, তবে মুসলমানদের উচিত কোরানকে কঠোরভাবে অনুসরণ করা যাতে তারা সর্বদা সেরা মানুষ হতে পারে। কোরানকে না মেনে চলা একটি দুর্দান্ত ব্যর্থতা এবং আমাদের অবহেলার কারণে আমরা পুরস্কার পেতে পারি না। চলুন দেখা যাক কোরান কী বলছে।
মিথ্যা বলো না (২২:৩০)
গুপ্তচরবৃত্তি করো না (৪৯:১২)
কাউকে অবজ্ঞা করো না (৪৯:১১)
অপচয় করো না (১৭:২৬)
গরীবকে খেতে দাও (২২:৩৬)
পেছন থেকে আক্রমণ করো না (৪৯:১২)
প্রতিজ্ঞা পালন করো (৫:৮৯)
ঘুষ গ্রহণ করো না (২৭:৩৬)
নিজের দেয়া কথাকে সম্মান করো (৯:৪)
রাগকে দমন করো (৩:১৩৪)
গুজব ছড়িও না (২৪:১৫)
অপরের মঙ্গলচিন্তা করো (২৪:১২)
অতিথির প্রতি সদয় হও (৫১:২৪-২৭)
বিশ্বাস ভঙ্গ করো না (৩৩:৫৮)
পিতা-মাতার প্রতি নির্দয় হইয়ো না (১৭:২৩)
খারাপ কথা থেকে দূরে থাকো (২৩:৩)
অন্যকে নিয়ে ঠাট্টা করো না (৪৯:১১)
নম্রভাবে চলাফেরা করো (২৫:৬৩)
খারাপের সঙ্গে ভালো আচরণ করো (৪১:৩৪)
নিজে যা করতে পারবে না তা অন্যকে করতে বলো না (৬২:২)
নিজের প্রতি বিশ্বাস রাখো এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকো (২৩:৮)
অন্যের দেবতাদের অপমান করো না (৬:১০৮)
ব্যবসা করতে গিয়ে মানুষকে ঠকিও না (৬:১৫২)
যে বস্তুর উপর তোমার অধিকার নেই, তা গ্রহণ করো না (৩:১৬২)
অহেতুক প্রশ্ন করো না (৫:১০১)
অযথা কৃপণতা করো না (২৫:৬৭)
কোনো মানুষকে বিকৃত নামে ডেকো না (৪৯:১১)
নিজেকে নিষ্কলুষ বলে দাবি করো না (৫৩:৩২)
কাউকে না বলতে হলে সুন্দরভাবে না বলো (২৫:৬৩)
কাউকে সুবিধা দেয়ার জন্য টাকা নিয়ো না (৭৬:৯)
গল্পগুজবের জন্য আলাদা ঘর তৈরি করো (৫৮:১১)
শত্রু যদি শান্তি চায় তবে তা মেনে নাও (৮:৬১)
খারাপ ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার ফিরিয়ে দাও (৪:৮৬)
কারও উপকার করলে তাকে তা স্মরণ করিয়ে দিও না (২:২৬৪)
পরষ্পর বিবাদকারীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো (৪৯:৯)