কী দেখে বুঝবেন আপনি ‘বিউবোনিক প্লেগ’ রোগে আক্রান্ত
- ফিচার ডেস্ক
মহামারী করোনাভাইরাস নিয়ে গোটা বিশ্ব যখন দিশেহারা, তখন চীনে এক মারণ ভাইরাসের আগমন হয়েছে, যার নাম ‘বিউবোনিক প্লেগ’।
চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলের একটি শহরের হাসপাতালে গত শনিবার সন্দেহজনক বিউবোনিক প্লেগ রোগ ধরা পড়েছে। এ ঘটনায় শহরটিতে একদিন পর গত রোববার জারি করা হয়েছে সতর্কতা।
এই নতুন মারণ রোগ ধরার পর থেকেই দিশেহারা অবস্থা চীন প্রশাসনের।
রোগটি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, সঠিক সময়ে বিউবোনিক প্লেগে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু পর্যন্তও হতে পারে।
আসুন জেনে নিই প্লেগ সম্পর্কে।
প্লেগ সাধারণত তিন প্রকার-
১. বিউবোনিক প্লেগ।
২. সেপ্টিসেমিক প্লেগ।
৩. নিউমোনিক প্লেগ।
প্লেগের সর্বাধিক সাধারণ রূপ হলো বিউবোনিক প্লেগ। এই বিউবোনিক প্লেগ লিম্ফ্যাটিক সিস্টেমকে প্রভাবিত করে, যা ইমিউন সিস্টেমের একটি অংশ। অ্যান্টিবায়োটিক দিয়ে যদি চিকিৎসা না করা হয়, তবে শরীরের অন্যান্য অংশে এটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
কীভাবে ছড়ায়?
বিউবোনিক প্লেগ এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়েছে এমন ঘটনা খুবই কম। তবে এই রোগে আক্রান্ত প্রাণী কাউকে কামড় দিলে বা সেই প্রাণীর মাংস খেলে এই রোগ ছড়াতে পারে।
যেসব লক্ষণে বুঝবেন বিউবোনিক প্লেগ
১. হঠাৎ করে জ্বর ও শীত ভাব।
২. অসহ্য মাথাব্যথা।
৩. পেশির যন্ত্রণা।
৪. অবসাদ।
৫. হঠাৎ করে হার্টের রোগ দেখা দেয়া।
৬. লসিকা গ্রন্থির যন্ত্রণাদায়ক ফোলা ভাব। এই ফোলা ভাব ডিমের আকৃতি ধারণ করে।
৭. ফোলা ভাবগুলো বগলে, ঘাড়ে ও কুঁচকির জায়গায় দেখা দেয়।
কী করবেন
এসব সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তথ্যসূত্র: বোল্ডস্কাই