নোবেল বিজয়ীদের ছবিগুলো কে আঁকেন?
- ফিচার ডেস্ক
প্রতিবার নোবেল ঘোষণার পর বিজয়ীদের আঁকা অবয়ব দেখি আমরা। প্রত্যেকটি অলংকরণই একই রকম দেখতে বলে অনেকেই মনে করেন সেগুলো হয়তো কম্পিউটারে কোন সফটওয়্যারে আঁকা। ব্যাপারটা কিন্তু একেবারেই তা নয়। এই অলংকরণগুলো নিজের হাতে আঁকেন সুইডিশ ফ্রিল্যান্সার নিকলাস এলমেহেদ। তাকে ‘নোবেলজয়ীর শিল্পী’ও বলা হয়।
২০১২ সালে নোবেল মিডিয়ায় যোগ দেন তিনি। সে বছরই প্রথম হাতে-আঁকা নোবেলজয়ীর ছবি প্রকাশিত হয়। সেবছর যাদের স্পষ্ট ছবি পাওয়া যাচ্ছিল না, তাদের ছবি আঁকার নির্দেশনা পেয়েছিলেন তিনি। দুই বছর পর নোবেল মিডিয়ার চাকরিটা ছেড়ে দিলেন শিল্পী।
কিন্তু নোবেল মিডিয়া ছাড়ল না তাকে। প্রথম বছরেই ঠিক হয়ে যায়— সব নোবেলজয়ীর ছবিই এক রকম হবে এখন থেকে। আর তাই গত ৮ বছর ধরে এই কাজ করে যাচ্ছেন নিকোলাস।
প্রতি বছর অক্টোবর মাস এলেই ব্যস্ত হয়ে পড়েন নিকোলাস। নোবেল কমিটির পক্ষ থেকে তাকে বিজয়ীদের ছবি পাঠানো হয়। সেগুলো চটজলদি এঁকে ফেলেন। ২০১৭-১৮ সালে নীল আর হলুদ রঙে এঁকেছিলেন নোবেলজয়ীদের। গতবারের মতো এবারও বেছে নিয়েছেন সাদা-কালো মাধ্যম। সঙ্গে ধাতব ফয়েল দিয়ে সোনালি রং এনেছেন তিনি।
তবে যদি নির্দিষ্ট কোন ব্যক্তি না পান নোবেল? এবার শান্তিতে নোবেল পেয়েছে ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম।’ মুঠোয় ভরা শস্য— লোগো এঁকেছেন নিকোলাস।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড