ড. এ কে এম ফজলুল হকের ‘গ্লোবাল এডু টেক অ্যাওয়ার্ড’ অর্জন
- সংবাদ ডেস্ক
ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস প্রদত্ত ‘গ্লোবাল এডু টেক অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের সহযোগী ডিন এবং ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক। ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস-২০০ এ শিক্ষা-প্রযুক্তি খাতে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব ও উদ্ভাবনী কাজে অসামান্য অবদানের জন্য তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।
অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ২০১১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে ২০০৩ সালে জার্মানির ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স, ডার্মসটডট থেকে ইলেকট্রিক্যাল, সিস্টেম ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রকৌশল অনুষদের সহযোগী ডিন এবং ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক হিসেবে নিযুক্ত রয়েছেন।