টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ জয়ের মধ্য দিয়ে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন পূরণ হল বাংলাদেশের মেয়েদের।
বাংলাদেশ নারী দলের করা ৯০ রানের জবাবে জিম্বাবুয়ে নারীরা অল আউট হয় মাত্র ৫৮ রানে। বাংলাদেশ স্পিনারদের ঘূর্নিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। জিম্বাবুয়ের হয়ে পেল্লাগিয়া মুজামি সর্বোচ্চ ১০ রান করেন। এছাড়া আর কোন কেউ দুই অঙ্কের রান করতে পারেনি। বাংলাদেশের বোলারদের মধ্যে রোমানা নেন চার উইকেট। এছাড়া ফাহিমা খাতুন ও শায়লা শারমিন নেন দুটি করে উইকেট।
বৃহস্পতিবার ব্যাংককে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি। স্কোর বোর্ডে ১০ রান তুলতেই নেই তিন উইকেট। তবে চতুর্থ উইকেট জুটিতে ফারজানা হকের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন অপর ব্যাটসম্যান শারমিন আকতার। কিন্তু শারমিন ব্যক্তিগত ২২ ও ফারজানা ৪৩ রানে ফিরে গেলে বাংলাদেশের মেয়েরা ২০ ওভারে ৫ উইকেটে ৮৯ রানে ইনিংস শেষ করে। জিম্বাবুয়ে জেসোফাইন নেকুমু ১২ রানে নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া আউদ্রে মাজভিশায়া নিয়েছেন ১ উইকেট।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়েছিল বাংলাদেশ নারী দল। আর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে এবং পাপুয়া নিউগিনিকে ৪১ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশের মেয়েরা।