ফিরবেন আমির !
স্পোর্টস ডেস্ক: বিপিএল’র দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছেন মোহাম্মদ আমির। তাই তো বা-হাতি এই পেসারকে পাকিস্তানের জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে। আমিরের পক্ষে বিপক্ষে যতো সমালোচনাই হোক না কেন, জাতীয় দলের জার্সি গায়ে আমিরের খেলতে আর কোন সমস্যা নেই বলে সাফ জানিয়েছেন পাকিস্তান বোর্ড প্রেসিডেন্ট শাহরিয়ার খান। ফিক্সিং কেলেঙ্কারিতে ২০১০ সাল থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন আমির।
স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আমির। সেই নিষেধাজ্ঞা কেটেছে এই সেপ্টেম্বরে। যদিও আইসিসি’র পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকেই মাঠে দেখা যাচ্ছে আমিরকে। পাকিস্তান ঘরোয়া ক্রিকেট কায়েদ-ই-আযম ট্রফির বাছাই ও মূল পর্বে দারুণ বোলিং করেছেনআমির। বর্তমানে বিপিএল’র দল চিটাগাং ভাইকিংসের হয়ে ৮ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী বা-হাতি ফাস্ট বোলার।
যদিও আমিরকে জাতীয় দলে নেয়া নিয়ে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের বেশ আপত্তি আছে। এদিকে, সীমিত ওভারের জন্য পাকিস্তান তাদের সেরা একাদশ খুঁজছে। বিশ্বকাপ ক্রিকেটে ব্যর্থতার পর সর্বশেষ ৪ সিরিজের মধ্যে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ ও দ্বিতীয় হোম গ্রাউন্ড দুবাইয়ে ইংল্যান্ডের কাছে সিরিজ হারে পাকিস্তান।