যুব বিশ্বকাপে বাংলাদেশ ‘এ’ গ্রুপে
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সাথে আরো খেলবে দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড এবং নামিবিয়া। জানুয়ারির ২৭ তারিখ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রতিযোগিতার পর্দা ওঠার দিনই বাংলাদেশেকে খেলতে হবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আজ সোমবার ঘোষণা করা হয় যুব বিশ্বকাপের বিস্তারিত সময়সূচি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুব বিশ্বকাপের আয়োজক হিসেবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো :
২৭ জানুয়ারি: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা (চট্টগ্রাম)
২৯ জানুয়ারি: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড (কক্সবাজার)
২ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম নামিবিয়া (কক্সবাজার)
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপিং :
গ্রুপ ‘এ’ : বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড, নামিবিয়া।
গ্রুপ ‘বি’ : পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, কানাডা।
গ্রুপ ‘সি’ : ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, ফিজি।
গ্রুপ ‘ডি’ : অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, নেপাল।