হাশিম আমলার নতুন রেকর্ড
স্পোর্টস ডেস্ক : শেষ ইনিংসে ৪৮১ রান তাড়া করে ম্যাচ জেতা সম্ভব নয়। সেটা আগে থেকেই জানত দক্ষিণ আফ্রিকা। আর তাই হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স বল খরচের প্রতিযোগিতায় নেমেছিলেন। এই দুই ব্যাটসম্যান ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে ২৯৮ বল মোকাবিলা করে মাত্র ৩৪ রান তোলেন। এক্ষেত্রে আমলা ২০৭ বল খেলে করেন ২৩ রান।
পঞ্চম দিনেও প্রথম সেশনের অনেকগুলো ওভার পার করেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু দলীয় ৭৬ রানে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে যান আমলা। তবে আউট হওয়ার আগেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়েন তিনি। আর তা হল সবচেয়ে বেশি বল খেলে কম রান করা অর্থাৎ কম স্ট্রাইক রেটের দিক দিয়ে তিনি পেছনে ফেলেছেন সবাইকে। ২৪৪ বল খেলে ২৫ রান করায় তার স্ট্রাইক রেট ১০.২৪। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম স্ট্রাইক রেট (কমপক্ষে ২০০ বল খেলে)।