ভারতের উইকেট নিয়ে সমালোচনা
স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড টি টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ এর আয়োজক দেশ ভারতের উইকেট নিয়ে চলছে নানা সমালোচনা। সেই সমালোচনাকে আরো উস্কে দিয়েছেন আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।
তবে, বিশ্ব আসরে ভারতের সব ভেন্যুর উইকেটগুলো, ব্যাটসম্যান ও বোলার- দু’পক্ষের জন্যই ভারসাম্যপূর্ণ করে প্রস্তুত করার আশ্বাস দিয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই কর্মকর্তা। মুম্বাইয়ে ওয়ার্ল্ড টি টোয়েন্টির সূচী ঘোষণা অনুষ্ঠানে রিচার্ডসন জানান, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলগুলোর জন্যও সহায়ক উইকেট করতে চায় আইসিসি। আর তাই, আইসিসি কিউরেটররা উইকেট তৈরি করবে বলেও জানান তিনি।
সম্প্রতি ভারতের মাটিতে অনুষ্ঠিত ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের উইকেট পুরো ক্রিকেট বিশ্বে ব্যাপক সমালোচিত হয়। বিশেষ করে নাগপুর টেস্টের উইকেট নিম্নমানের বলে আখ্যায়িত করেন ম্যাচ রেফারি জেফ ক্রো। ২০১৬ সালের মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি।