গেইলের দখলে ৬০০ ছক্কা!
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের আরেকটি রেকর্ডবুকে নাম লিখলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ঝড় ক্রিস গেইল। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬০০ ছক্কার রেকর্ড গড়লেন এ হার্ডহিটার ব্যাটসম্যান। শনিবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে মেলবোর্নের হয়ে দুটি ছক্কা মেরে তিনি ক্রিকেটের এ অন্যন্য রেকর্ডটি গড়েছেন।
মারমুখী ও সাবলীল ব্যাটিংয়ের কারণে টোয়েন্টি২০ ক্রিকেটের রাজা বলা হয় তাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে এসেও গেইল দেখিয়েছেন ব্যাটিং দাপট। শনিবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্নের হয়ে খেলেছেন। ব্রিসবেন হিটসের বিপক্ষে ১৬ বলে করেছেন ২৩ রান। দুটি চার ও দুটি ছক্বায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। আর তাতেই হয়েছেন নতুন রেকর্ডের মালিক।
বাঁহাতি এই ব্যাটসম্যান ৬০০ চারের ঘরে পৌঁছে গিয়েছিলেন আরো আগেই। এখন তার চারের সংখ্যা মোট ৬৫৩টি। তবে চারের মারে তার থেকে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার ব্যাড হজ। হজ টোয়েন্টি২০ ম্যাচে মোট ৬৬৪টি চার মেরেছেন। ৬০৫টি চার নিয়ে তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম।
৩৬ বছর বয়সী এই ক্রিকেটার বিপক্ষের জন্য এক বিভীষিকা। টোয়েন্টি২০ ম্যাচে তার ঝুলিতে আছে অনেক রেকর্ড। টোয়েন্টি২০ ম্যাচে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন গেইল। ৩০ বলে গড়েছিলেন এই অপ্রতিরোধ্য ইনিংস। সে ম্যাচে তিনি অপরাজিত ছিলেন ১৭৫ রানে। এছাড়া টোয়েন্টি২০ ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডটিও তারই। গেইল ৪৪.২৪ গড়ে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ভার্সনে ৮৩৬৩ রান করেছেন। সবচেয়ে বেশি সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরির রেকর্ডটিও তারই দখলে। আর নতুন এ রেকর্ডটি তার ক্যারিয়ারে যোগ করেছে গৌরবের আরও একটি পালক।