হার দিয়ে শুরু শ্রীলঙ্কার

হার দিয়ে শুরু শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক : হার দিয়ে শুরু হল শ্রীলঙ্কার ওযানডে সিরিজ। শনিবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয় অ্যাঞ্জোলো ম্যাথুসের দল।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি শ্রীলঙ্কার। দলীয় মাত্র ২৭ রানেই টপঅর্ডার পাঁচজন ব্যাটসম্যানকে হারিয়ে বসে সফরকারীরা। কিউই বোলার ম্যাট হেনরি ও  ডগ ব্রেসওয়েলের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষপর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। এসময় ওপেনিংয়ে নামা দানুশকা গুনাথিলাকা ৮ ও তিলকারত্নে ৯ রান করে আউট হন। এরপর  থিরিমান্নে ১ ও দিনেশ চান্দিমাল  ফিরে যান ৫ রান করে। ক্রিস্টচার্চে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন মিলিন্দা শ্রীবর্ধনে। ৮২ বল মোকাবেলা করে ৭ টি চারে ৬৬ রান করেন তিনি। তাছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন নুয়ান কুলাস্যাকারা। এছাড়া দলের কেউ ব্যাট হাতে প্রতিরোধ গড়তে  না পারায় ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮৮ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। বল হতে নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি সর্বোচ্চ ৪টি, ডগ ব্রেসওয়েল ৩টি উইকেট ও মিচেল ম্যাকক্লেনাগেন ২টি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুর জুটিতেই অনেকদূর পৌছে যায় নিউজিল্যান্ড। মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম মিলে শুরুতে ১০৮ রানে জুটি গড়েন। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংসটি খেলেন গাপটিল। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন ম্যাককালাম। তাছাড়া তৃতীয় অবস্থানে লাথাম ১৮ রান করেন। শুরুর দিকে কিউইদের ঝড়ো ব্যাটিংয়ে ফলে মাত্র ২১ ওভারেই  ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় নিউজিল্যান্ড।

জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ২৮ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুদল।favicon5

Sharing is caring!

Leave a Comment