বিতর্ক পিছু ছাড়ছে না আকমলের
স্পোর্টস ডেস্ক : বিতর্ক ও ঝামেলা যেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলের নিত্য সঙ্গী। মাঠের পারফরম্যান্সের চেয়েও বিতর্কে জড়িয়ে বেশি শিরোনাম হতে অভ্যস্ত তিনি। এবার নতুন এক বিতর্কে জড়ালেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মঙ্গলবার কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে দলের কোচ বাসিত আলির সঙ্গে তর্কাতর্কি করলেন পাকিস্তানের এই সম্ভাবনাময় ব্যাটসম্যান।
দিবারাত্রির ফাইনাল ম্যাচের তৃতীয় দিন ব্যাটিং-অর্ডার পরিবর্তন করলে কোচের সঙ্গে তর্কে জড়ান উমর আকমল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টিভি চ্যানেল জানায়, এই নিয়ে কোচ বাসিত আলি ও উমর আকমলের মধ্যে বেশ উত্তপ্ত বাক্য-বিনিময় হয়। এক পর্যায়ে নাকি আকমল কোচকে ব্যাট দিয়ে আঘাত করতে উদ্যত হন। যদিও সতীর্থদের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা হয়। তারকায় ঠাসা সুই সাউদার্ন গ্যাস পাইপলাইন্স (এসএনজিপিএল) এবং ইউনাইটেড ব্যাংক লিমিটেড (ইউবিএল) লাহোরের ন্যাশনাল স্টেডিয়ামে কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে।
ঐতিহাসিক ম্যাচটিতে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে গোলাপি বলে ফাইনাল খেলাটি চলছে। উমর আকমল এসএনজিপিএ এর হয়ে খেলছেন। পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার বাসিত আলি এই দলের কোচ। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে এই বিতর্কিত ঘটনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়তে পারেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।