আলিম দারের সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক : শততম টেস্ট ম্যাচ পরিচালনার অসাধারণ এক মাইলফলক গড়লেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। আইসিসির তৃতীয় আম্পায়ার হিসেবে এ অনন্য কীর্তি গড়লেন তিনি। শনিবার কেপটাউনে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ম্যাচটি দিয়ে শততম ম্যাচ পরিচালনার এলিট ক্লাবে প্রবেশ করলেন আলিম।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে ২০০৩ সালের অক্টোবর মাসে টেস্ট ম্যাচের আম্পায়ারিংয়ে পা রাখেন দার। টেস্টের পাশাপাশি ১৭৮টি ওয়ানডে ও ৩৫টি টি-টুয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন আলিম। ২০০৯, ২০১০ ও ২০১১ সালে টানা তিনবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারও নির্বাচিত হয়েছিলেন তিনি।
আলিম দারের আগে শততম টেস্ট পরিচালনার অনন্য রেকর্ড ছিল শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনার এবং দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আলিম দারের নামও।