শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানালো বিসিবি
স্পোর্টস ডেস্ক : চলতি বছরে আইসিসির তৈরি করা ফিউচার ট্যুর প্ল্যানিংয়ে (এফটিপি) অক্টোবরের আগে একদিনের ম্যাচ খেলার সুযোগ নেই বাংলাদেশ ক্রিকেট দলের। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত টানা খেলা থাকলেও পরের সময়গুলো ফাঁকাই থাকছে বাংলাদেশ ক্রিকেটের ক্যালেন্ডারে।
তাই এই ফাঁকা সময়টাতে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে দ্বি-পাক্ষিক সিরিজের জন্য আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে, টেস্ট এবং টি-টুয়েন্টি- সম্ভব হলে এই তিন সংস্করণেই লঙ্কানদের সঙ্গে খেলতে চায় টাইগাররা।
বিসিবি কিছুদিন আগেই শ্রীলঙ্কান ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক শেখ সোহেল। এ ব্যাপারে তিনি বলেছেন, টি-টুয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজন করার ব্যাপারে আশাবাদী বিসিবি। এদিকে, ওয়ানডে র্যাতঙ্কিংয়ে বর্তমানে সাত নম্বরে অবস্থান করছে টাইগাররা। তাই চলতি বছর এফটিপিতে ওয়ানডে ম্যাচের সংখ্যা কম থাকায় র্যাঙ্কিয়ে বর্তমান অবস্থান ধরে রাখাটা বেশ কঠিন হবে। তাই র্যাঙ্কিয়ে তাদের উপরের দলগুলোর সঙ্গে খেলে নিজেদের অবস্থান পাকা করতে চাইছে বাংলাদেশ।
২০১৬ সালে বাংলাদেশের মাত্র ৬টি ওয়ানডে ম্যাচ রয়েছে। তার মধ্যে ৩টি ইংল্যান্ডের সঙ্গে। বাকি তিনটি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে।