বর্ষসেরা অধিনায়কের তালিকায় মাশরাফি
স্পোর্টস ডেস্ক : ২০১৫ সাল বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বপ্নের মতো ছিল। ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিদের ধরাশায়ী করে বারবার সাফল্যের আনন্দে মেতে উঠেছিল পুরো বাংলাদেশ। যার নেতৃত্বে স্মরণীয় বছর কাটিয়েছে বাংলাদেশ দল, সেই মাশরাফি বিন মুর্তজা সাফল্যের দারুণ একটা স্বীকৃতি পেয়েছেন। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা অধিনায়কের তালিকায় মাশরাফির নামও আছে।
মনোনয়ন পাওয়া বাকি চারজন হলেন ভারতের বিরাট কোহলি, পাকিস্তানের মিসবাহ-উল-হক, ইংল্যান্ডের অ্যালেস্টার কুক ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। বিস্ময়করভাবে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া মাইকেল ক্লার্কের জায়গা হয়নি এই তালিকায়।
সম্প্রতি একটি নিবন্ধে বাংলাদেশ অধিনায়কের প্রশংসা করে ওয়েবসাইটটি লিখেছে, ‘তিনি একজন অনুপ্রেরণাদায়ী নেতা, ড্রেসিংরুম থেকে বোর্ডরুম সবখানেই সম্মানিত। বাংলাদেশের ক্রিকেটে যা বেশ বিরল। ভঙ্গুর শরীর নিয়ে লড়াই চালিয়েই তিনি তার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে একটি শক্তিশালী দলে পরিণত করেছেন। ২০১৫ সালের আগে যা কখনো দেখা যায়নি।’