চেলসিতে আসছেন সানচেজ
স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালে ইউরোপের অন্যতম সফল ক্লাব বার্সেলোনা ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যোগ দেন অ্যালেক্সিস সানচেজ। এসেই গানার শিবিরের অন্যতম সেরা একজন ফরোয়ার্ড হয়ে উঠেন তিনি। তবে এবার মৌসুম শেষেই সানচেজ ইংলিশ লিগের অপর ক্লাব চেলসিতে যোগ দিবেন বলে গুঞ্জন চলছে।
চলতি মৌসুম শেষেই নতুন কোচ নিয়োগ দেবে চেলসি। এ তালিকায় ক্লাবটির পছন্দের অন্যতম চিলির কোপা আমেরিকা জয়ী কোচ জর্জ সাম্পাওলি। তবে স্টামফোর্ড ব্রিজে পাড়ি জমানোর প্রস্তাবে নাকি একটা শর্ত জুড়ে দিয়েছেন তিনি। চেলসির মালিক রোমান আব্রামোভিচকে বলে দিয়েছেন, আর্সেনাল থেকে আলেক্সিস সানচেজকে দলে ভেড়ালেই কোচ হতে রাজি হবেন ২০১৫ সালে বর্ষসেরা কোচের তালিকায় থাকা সাম্পাওলি।
হোসে মরিনহোকে বরখাস্তের পর দ্বিতীয় মেয়াদে চেলসিতে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নেন গাস হিডিঙ্ক। ২০১৫-১৬ মৌসুম শেষেই তার চুক্তির মেয়াদ শেষ হবে। তবে চেলসিতে সাম্পাওলির শর্ত পূরণ করাটা চেলসির জন্য এক দুরূহ মিশনই বটে। গত মৌসুমের পর এবারও আর্সেনালের হয়ে দুর্দান্ত খেলছেন সানচেজ। আর সোনার ডিমপাড়া এই হাঁসকে এখন ছাড়তে চাইবে কিনা গানাররা সেটাই এখন দেখার বিষয়।