গাপটিল-উইলিয়ামসন ঝড়ে উড়ে গেল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে কিউইরা। রোববার হ্যামিল্টনে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান করেছিল পাকিস্তান। জবাবে দুই ওপেনার গাপটিল ও উইলিয়ামসনের অবিচ্ছিন্ন ১৭১ রানের জুটিতে ১৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।
গাপটিল ৫৮ বলে ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮৭ রান করেন। আর উইলিয়ামসন ৪৮ বলে ১১টি চারে ৭২ রানে অপরাজিত থাকেন। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে স্বাগতিক নিউজিল্যান্ড। এর আগে সেডন পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদ। দলীয় ২৯ রানের মাথায় ব্যক্তিত ৯ রান করে সাজঘরে ফেরেন শেহজাদ। অপর ওপেনার হাফিজের ব্যাট থেকে আসে ১৯ রান। আর তিনে নেমে শোয়েব মাকসুদ করেন ১৮ রান। দলীয় ৬৭ রানে তৃতীয় উইকেটের পতনের পর জুটি বাঁধেন শোয়েব মালিক ও উমর আকমল। স্কোরবোর্ডে আরো ৬৩ রান যোগ করেন তারা। দলীয় ১৩০ রানের মাথায় ব্যক্তিগত ৩৯ রান করে ফেরেন মালিক।
এরপর দলীয় অধিনায়ক আফ্রিদি ৩ বলে একটি ছক্কায় ৭ রান করে বিদায় নেন। তবে শেষের দিকে ক্রিজে ঝড় তোলেন উমর আকমল। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৬ রানের অসাধারণ এক একটি ইনিংস খেলেন তিনি। মাত্র ২৭ বল মোকাবেলা করে ৪টি চারের সঙ্গে চারটি ছক্কাও হাঁকান উমর। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মিচেল ম্যাকক্লেনাঘান। এ ছাড়া একটি করে উইকেট নেন স্যান্টনার, কোরি অ্যান্ডারসন, অ্যাডাম মিলনে ও গ্র্যান্ট এলিয়ট।