শীর্ষে উঠে এলেন ব্রড

শীর্ষে উঠে এলেন ব্রড

স্পোর্টস ডেস্ক : ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে হটিয়ে আইসিসির টেস্ট বোলিং র‌্যার্ঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। শনিবার জোহানেসবার্গ টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭ রানে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন ব্রড। তার দুর্দান্ত বোলিংয়ে তিন দিনেই এই টেস্ট জিতে সিরিজও নিশ্চিত করে ইংল্যান্ড।

নিজের অসাধারণ পারফরম্যান্সের পুরস্কারও এবার হাতেনাতে পেলেন ব্রড, প্রথমবারের মতো উঠে গেলেন টেস্ট বোলিং র‌্যার্ঙ্কিংয়ের শীর্ষে। ২০০৪ সালে স্টিভ হার্মিসনের পর ইংল্যান্ডের কোনো বোলার আইসিসির টেস্ট বোলিং র‌্যার্ঙ্কিংয়ের শীর্ষে উঠলেন। আর হার্মিসনের আগে সর্বশেষ ইয়ান বোথাম ১৯৮০ সালে টেস্ট বোলিং র্যা ঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। রোববার আইসিসির নতুন প্রকাশিত টেস্ট বোলিং র‌্যার্ঙ্কিংয়ের দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন ব্রড। তার বর্তমান রেটিং পয়েন্ট ৮৮০। শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে যাওয়া অশ্বিনের রেটিং পয়েন্ট ৮৭১। এক ধাপ অবনমন হয়েছেন ডেল স্টেইনেরও। ৮৫০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

এরপর সেরা দশে আছেন যথাক্রমে ইয়াসির শাহ (৮৪৬), জেমস অ্যান্ডারসন (৮১০), রবীন্দ্র জাদেজা (৭৮৯), ট্রেন্ট বোল্ট (৭৮৭), জশ হ্যাজেলউড (৭৪১), টিম সাউদি (৭৩১) ও ভেরন ফিল্যান্ডার (৭২৪)। favicon59

Sharing is caring!

Leave a Comment