এবার ১২ বলে ফিফটি করলেন গেইল
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে যুবরাজ সিংয়ের ১২ বল দ্রুততম ফিফটি’র রেকর্ডের ভাগ বসালেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। বিগ ব্যাশে, মেলবোর্ন রেনেগেটসের হয়ে ১২ বলে ফিফটি হাকান গেইল।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি হাঁকিয়েছিলেন ভারতের যুবরাজ সিং। কিছু দিন আগে ১৫ বলে ফিফটি হাঁকিয়ে কিউই ব্যাটসম্যান কলিন মুনরো ইঙ্গিত দিয়েছিলেন, অধরা নয় যুবরাজের রেকর্ড। দ্রুতই তা সত্যি প্রমাণিত হলো। বিগব্যাশের ফাইনালে ওঠার লড়াইয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১২ বলে ফিফটি হাঁকিয়ে যুবরাজের রেকর্ডে ভাগ বসালেন ক্রিস গেইল। ৮ বছর পুরনো যুবরাজের রেকর্ডটি রক্ষা করেছেন লাফলিন। ১০ বলে ৪৪ রান নিয়ে গেইল যখন পায়তারা করছিলো নতুন রেকর্ড গড়ার, তখন লাফলিনের ইয়র্কারের সুবাদে নতুন রেকর্ড গড়া হলো না গেইলের।
আর দ্রুততম ফিফটির সুবাদে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড এখন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানের দখলে। ২০১৩ সালে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল।