সিরিজ জিতলো নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ওয়েলিংটনে বলতে গেলে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি পায়নি পাকিস্তান। ফলে সিরিজের প্রথম ম্যাচে জিতে শুভসূচনা করলেও টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে শহিদ আফ্রিদির দল।
শুক্রবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়াম প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে ১৬.১ ওভারে মাত্র ১০১ রানে গুটিয়ে গিয়ে ৯৫ রানের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে টিম পাকিস্তান। পাকিস্তানের হয়ে সরফরাজ আহমেদ কেবল বলার মতো রান করেন। ৩৬ বলে ৪১ রান করেন তিন। শোয়েব মালিক করেন ১৪ রান। আর কোনো পাকিস্তানি ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে গ্রান্ট ইলিয়ট ও অ্যাডাম মিলনে তিনটি করে উইকেট লাভ করেন। কোরি অ্যান্ডারসন নেন দুটি উইকেট। ট্রেন্ট বোল্ট নেন একটি উইকেট।
এর আগে ওয়েলিংটনে কোরি অ্যান্ডারসন, মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। অ্যান্ডারসন ৪২ সর্বোচ্চ ৮২ রান। ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে এই রান করেন তিন। এছাড়া গাপটিল ৪২ ও উইলিয়ামসন করেন ৩৩ রান। পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ ৩টি এবং আফ্রিদি নেন একটি উইকেট। ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মোহাম্মদ আমির।
তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৬ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে আফ্রিদির দলকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরানোর পর শুক্রবার অতিথিদের উড়িয়ে দিয়ে সিরিজ পকেটে পুরে কিউইরা। সোমবার ওয়েলিংটনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। এরপর দল দুটি ২৮ ও ৩১ তারিখে সিরিজের শেষ দুটি ম্যাচ খেলবে।