লড়ছে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৩৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। এর আগে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৭৫ রান করে আমলা বাহিনী। আগের দিনের ৫ উইকেটে ৩২৯ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকার দুই অপরাজিত ব্যাটসম্যান টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক।
স্টিভেন কুক, হাশিম আমলার সেঞ্চুরির পর টেস্টের দ্বিতীয় দিন শনিবার কুইন্টন ডি ককও সেঞ্চুরি তুলে নেন। কক অপরাজিত ছিলেন ১২৯ রানে। অন্য সব ব্যাটসম্যানদের আসা যাওয়ার মাঝে তার ব্যাটিং দৃঢ়তায় বড় স্কোর করে প্রোটিয়ারা। ইংল্যান্ডের বোলারদের মধ্যে একাই চার উইকেট নিয়েছেন বেন স্টোকস। এছাড়া স্টুয়ার্ট ব্রড ও মইন আলি নিয়েছেন ২টি করে উইকেট। দক্ষিণ আফ্রিকার ৪৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে বিপদে পড়ে ইংল্যান্ড। দলীয় ২২ রানে ব্যক্তিগত ১৫ রানে আউট হন ওপেনার অ্যালেক্স হেলস। এরপর নিক কম্পটনের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন অ্যালেস্টার কুক। কিন্তু দলীয় ৭৮ রানে ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফেরেন কম্পটন।
এরপর তারা কোনো উইকেট না হারিয়ে জোট রুটকে সাথে নিয়ে দিন শেষ করে ইংল্যান্ড। কুক ৬৭ ও রুট ৩১ রান নিয়ে আবারও তৃতীয় দিনের খেলা শুরু করবেন।