ওয়ানডে স্কোয়াডে নেই স্টেইন
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ তিন ম্যাচে দলে থাকতে পারেননি ডেল স্টেইন। সেই একই সম্যসা কাঁধের ইনজুরির জন্য এবার ইংলিশদের বিপক্ষে ওয়ানডেতেও মাঠে নামা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার এই গতি দানবের।
তবে আসন্ন পাঁচ ম্যাচ ওয়ানডেতে তার দলে থাকা নিয়ে সংশয় থাকলেও মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা যেতে পারে স্টেইনকে। ওই সময় অসিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (৪, ৬, ৯ মার্চ) স্টেইনকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। স্টেইন ছাড়াও সেঞ্চুরিয়নে চোট পাওয়া কাইল অ্যাবোটও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না। শুধু তাই নয়, মরনে মরকেল ও কাগিসো রাবাদা কয়েকটি ম্যাচে বিশ্রামে থাকতে পারেন বলে জানা যায়। ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে কাঁধের ইনজুরিতে ভোগেন স্টেইন। এর পর থেকেই খেলার বাইরে টেস্টের সাবেক নাম্বারও ওয়ান তারকা বোলার।
আগামী বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রথম ওয়ানডেতে ইংলিশদের মুখোমুখি হবে স্বাগতিকরা। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ৬, ৯, ১২, ১৪ ফেব্রুয়ারি। ওডিআই শেষে রয়েছে দুই ম্যাচের (১৯ ও ২১ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি সিরিজ।