বড় ব্যবধানে হারলো ফিজি
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দিয়ে ফিজি ক্রিকেট দলের দায়িত্ব নেন শেন জার্গেনসেন। প্রায় দেড় বছর ধরে ফিজি দলটিকে নিয়ে কাজ করছেন জার্গেনসেন।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে বিশ্বকাপে নিয়ে আসাই ছিল জার্গেনসেনের মূল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে জার্গেনসন এ-প্লাস পেয়েছেন। কিন্তু বিশ্বমঞ্চে প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়ের স্বাদ পেতে হয়েছে ফিজি ক্রিকেট দলকে। ইংল্যান্ডের কাছে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে ফিজি হেরেছে ২৯৯ রানের বড় ব্যবধানে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ইংল্যান্ড ৩ উইকেটে ৩৭১ রান করে। জবাবে ফিজির ইনিংস গুটিয়ে যায় মাত্র ৭২ রানে। ব্যাটিংয়ে নেমে ১১তম যুব বিশ্বকাপের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখে ইংল্যান্ড। ২২ রানে প্রথম উইকেট হারানোর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইংলিশদের। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েন ড্যান লরেন্স ও জ্যাক বার্নহাম। দুই ইংলিশ ব্যাটসম্যান দ্বিতীয় উইকেটে ৩০৩ রানের জুটি গড়েন। তাদের ব্যাটিংয়ে রানের পাহাড়ের চাপা পড়ে ফিজি। দুজনই তুলে নেন সেঞ্চুরি। ওপেনার লরেন্স ১৫০ বলে ১৭৪ ও বার্নহাম ১৩৭ বলে ১৪৮ রান করেন। তাদের দুজনের ইনিংসে ছিল ৪৪টি চার ও ৫টি ছক্কার মার।
পাহাড় সমান রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ফিজি। প্রথম সারি ৪ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। শেষ দিকেও কোনো ব্যাটসম্যান প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। দলের হয়ে একাই লড়াই করেন পেনি ভুনিয়াকা। ৭৪ বলে তার ব্যাট থেকে আসে ৩৬ রান। দলের অর্ধেক রানই আসে তার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন জ্যাক চার্টেস। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন সাকিব মাহমুদ, স্যাম চুরান। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ড্যান লরেন্স।
ইংল্যান্ডের পরবর্তী ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ফিজি খেলবে জিম্বাবুয়ের সঙ্গে। ২টি ম্যাচই চট্টগ্রামের ২টি মাঠে ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।