শান্ত’র বিশ্ব রেকর্ড
স্পোর্টস ডেস্ক : যুব ওয়ানডে ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক এখন বাংলাদেশি এই যুবা। শীর্ষে উঠতে শান্ত পেছনে ফেলেছেন পাকিস্তানের সামি আসলামকে।
যুব ওয়ানডেতে ৪০ ম্যাচে পাকিস্তানের ওপেনার আসলামের রান ১৬৯৫। সামিকে ছাড়িয়ে যেতে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ রানের প্রয়োজন ছিল শান্ত। স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে এ রান তুলতে কোনো সমস্যাই হয়নি তার। স্কটিশ অধিনায়ক নিল ফ্ল্যাককে ফ্রি হিটে চার মেরে বিশ্ব রেকর্ড গড়েন ১৭ বছর বয়সি এই ক্রিকেটার। বিশ্ব রেকর্ড গড়ার পর বেশ দাপটের সঙ্গে ব্যাট চালিয়ে দারুণ এক সেঞ্চুরিও তুলে নেন শান্ত। শেষ পর্যন্ত ১১৭ বলে অপরাজিত ১১৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেন রাজশাহীর এই ক্রিকেটার।
যুব ওয়ানডেতে ৫৪ ম্যাচে শান্তর সংগ্রহ এখন ১৭৪৭ রান। সেঞ্চুরি দুটি, ফিফটি ১২টি। শান্ত ও সামি আসলামের পর যুব ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে রয়েছেন কুইন্টন ডি কক (১৪০৯), বিজয় জল (১৪০৪) ও এনামুল হক বিজয় (১৩২৬)।