যুব বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে জায়গা করে নিল জুনিয়র টাইগাররা।
আগে ব্যাট করে বাংলাদেশ যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৩২.৫ ওভারে ৬৫ রানে অলআউট হয় নামিবিয়া। জবাবে ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মেহেদী হাসান মিরাজের দল। জয়ের জন্য ৬৬ রানের ছোট টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। স্কোর বোর্ডে কোনো রান না যোগ হতেই সাজঘরে ফেরেন ওপেনার পিনাক ঘোষ।
এরপর দলীয় ১৩ রানে ব্যক্তিগত ৮ রানে আরেক ওপেনার সাইফ হাসানও পিনাকের দেখানো পথ ধরেন। দুই ওপেনারের বিদায়ের পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ জুনিয়র টাইগাররা। কিন্তু সেই চাপ কাটিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নেন জয়রাজ শেখ ও নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত এই দুই ব্যাটসম্যান ৫৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। জয়রাজ শেখ ৩৪ রান ও নাজমুল হোসেন শান্ত ১০ রানে অপরাজিত থাকেন। নাবিবিয়ার হয়ে দুই উইকেট নেন ফ্রিটেজ কোয়েটজি। এর আগে মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের প্রথম উইকেট এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। এটনকে শান্তর ক্যাচে পরিণত করে ফেরান তিনি। এর কিছুক্ষণ পরেই দলীয় ১০ রানের গ্রিন আউটের শিকার হন। দলীয় ৩৭ রানের মাথায় শাওন গাজীর মায়াবি স্পিনে কাটা পড়লেন ওপেনার নিকো ডেভিন। দুই প্রান্তে স্পিন আক্রমণে দিশেহারা হয়ে পড়ে নামিবিয়ার ব্যাটসম্যানরা। তৃতীয় উইকেটের ধাক্কা সামলাতে না চতুর্থ বারের মতো আঘাত হানেন অধিনায়ক মিরাজ। এরপর নামিবিয়ার আর কোন ব্যাটসম্যান নামের প্রতি সুবিচার না করলে ৩২.৫ ওভারে ৬৫ রানেই অল আউট হয়। বাংলাদেশের হয়ে শাওন, মিরাজ ও আরিফুল দুটি করে উইকেট নেন। সাঈদ সরকার ও মোহাম্মদ সাইফুদ্দিন নেন একটি করে উইকেট।