বোলার হান্টে রংপুরের তিন শারীরিক প্রতিবন্ধী পেল ইয়েস কার্ড
সজীব হোসাইন,রংপুর : ‘রবি ফাস্ট বোলার হান্ট’ প্রতিযোগিতায় ন্যাশনাল ডিজঅ্যাবলড ক্রিকেট টিমের জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ইয়েস কার্ড পেয়ে নির্বাচিত হয়েছেন রংপুরের তিন শারীরিক প্রতিবন্ধী।
গতকাল বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারি) রংপুর ক্রিকেট গার্ডেনে বোলার হান্ট বাছাই প্রতিযোগিতায় তাদের হাতে ইয়েস কার্ড তুলে দেয়া হয়। রংপুরে নির্বাচিত তিন পেসার হলেন নীলফামারীর মোহাম্মদ গোলাম রব্বানী, রংপুরের মোহাম্মদ ঈদুল হাসান এবং গাইবান্ধার মো. মনির হোসেন।
এদের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার গতিতে বল করেছেন ২৩ বছর বয়সী রব্বানী। তিনি সেরেব্রাল পালসিতে আক্রান্ত। এছাড়া ডান পা গোড়ালি থেকে বাঁকানো ১৬ বছর বয়সী রংপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ ঈদুল হাসানের বলের গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার এবং গাইবান্ধা থেকে আসা ২১ বছর বয়সী মো. মনির হোসেনের বলের গতি ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। তিনি পোস্ট ফ্র্যাকচার কমপ্লিকেশনস উইথ কনস্ট্রাকচার রোগে আক্রান্ত।
এই প্রতিযোগীতায় রংপুরে ৭৭৪ জন নাম নিবন্ধন করেন। যেখান থেকে প্রাথমিকভাবে ৪৫৭ জন যোগ্য প্রতিযোগী হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে এদের মধ্য থেকে ৬ জন ছেলে ও ২ জন মেয়ে ফাস্ট বোলারকে ইয়েস কার্ড প্রদান করা হয়। রংপুরে সর্বোচ্চ গতির বোলারের গতি ছিল প্রতি ঘণ্টায় ১৩২ কিলোমিটার।