১ কোটি ৪০ লাখ রুপিতে হায়দরাবাদে মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রায় দেড় কোটি রুপিতে বাংলাদেশের তরুণ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে সাইনরাইজার্স হায়দরাবাদ। কিন্তু বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার তামিম ইকবালসহ চার ক্রিকেটার দল পাননি।
অবশ্য আইপিএলের প্লেয়ার ড্রাফটে ৩৫১ জন ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজ, মুশফিক, তামিম, সৌম্য সরকার ও তাসকিনের নাম ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুস্তাফিজ ছাড়া বাকি কেউই দল পাননি। অবশ্য কলকাতা নাইট রাইডার্স বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগেই দলে রেখে দিয়েছে। তিনি কয়েক মৌসুম ধরেই এই দলটির হয়ে খেলছেন।
নিলামে মুস্তাফিজ ও তামিমের ৫০ লাখ, মুশফিক, তাসকিন ও সৌম্যের ৩০ লাখ ভারতীয় রুপি করে ভিত্তিমূল্য ছিল।
অবশ্য মুস্তাফিজ ও তাসকিন ছিলেন বোলারের তালিকায়। ব্যাটসম্যানের তালিকায় তামিম। মুশফিক উইকেটকিপারদের এবং সৌম্য অলরাউন্ডারদের তালিকায় ছিলেন। আইপিএলে দল না পেলেও মুশফিক ও তামিম খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তাঁরা এখন দুবাইতে দলের সঙ্গেই রয়েছেন। এই আসরে খেলছেন সাকিবও।
আগামী ৯ এপ্রিল থেকে ২৯ মে হবে আইপিএল নামে পরিচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নবম আসর।