শততম টেস্ট খেললেন ম্যাককালাম
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকের পর টানা একশটি টেস্ট খেলার কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালার। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের শততম টেস্টটি খেলছেন ম্যাককালাম।
এছাড়া ৬৪তম টেস্ট ক্রিকেটার হিসেবে একশটি ম্যাচ খেলছেন কিউই অধিনায়ক। এর আগে ৯৯ ম্যাচ খেলে সবার উপরে উঠে আসেন ম্যাককালাম। পুরো ক্রিকেট বিশ্বই ম্যাককালামের সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন। ২০০৪ সালের ১০ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় ম্যাককালামের। এরপর থেকে নিউজিল্যান্ড দলের প্রিয়মুখ ব্রেন্ডন ম্যাককালাম। টানা একশটি ম্যাচ খেলেছেন কোনো বিশ্রাম ছাড়াই। দীর্ঘ পথচলায় একবারও দল থেকে বাদ পরেননি কিংবা ফর্ম হারাননি। এক ম্যাচে না পারলেও পরের ম্যাচে ঠিকই রান করে পুষিয়ে দিয়েছেন। ম্যাককালামের সঙ্গে একই বছরে অভিষেক হওয়া এবি ডি ভিলিয়ার্সের ম্যাককালামকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল।
টানা ৯৮ টেস্ট খেলা এবি ডি ভিলিয়ার্স গত বছর বাংলাদেশ সফরে এসে ২টি টেস্ট খেললেই হয়ে যেত। কিন্তু পিতৃকালীন ছুটি নিয়ে টি-টোয়েন্টি খেলেই দেশে চলে যান ভিলিয়ার্স। নিজের রেকর্ডের দিনে রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমে ফিরে যেতে হয়েছে ম্যাককালামকে। হ্যাজেলউডের বলে আউট হন তিনি।