এশিয়া টিকিট পাওয়া যাবে ইউসিবি ব্যাংকে
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সর্বনিম্ন টিকেটের মূল্য ১৫০ টাকা। সর্বোচ্চ ৩০০০ টাকা। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ঢাকায় এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে অংশ নিবে এশিয়ার পাঁচ ক্রিকেট পরাশক্তি। সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব থেকে উঠে আসবে একটি দল। বাছাই পর্বের ম্যাচগুলোও ফতুল্লায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। প্রতি ম্যাচের আগের দিন নির্ধারিত শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।
বাছাইপর্বের টিকিটি পাওয়া ইউসিবি ব্যাংকের নারায়ণগঞ্জ, কাঁচপুর ও চাষাড়া শাখায়। মূল পর্বের টিকিট পাওয়া যাবে ইউসিবি ব্যাংকের সোনারগাঁও জনপথ রোড, বিজয়নগর, প্রগতি স্মরণী, বসুন্ধরা ও নয়াবাজার শাখায়।
মিরপুর শের–ই–বাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ৩০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ১০০০ টাকা
শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ৫০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ২৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ১৫০ টাকা।
ফতুল্লা খান সাহেব আলী স্টেডিয়ামের টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০ টাকা
আন্তর্জাতিক স্ট্যান্ড: ২০ টাকা
ক্লাব হাউজ: ২০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ২০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ২০ টাকা।