মুস্তাফিজের ইনজুরি, ফিরলেন তামিম
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে ব্যথা পান মুস্তাফিজ। আর সেই ব্যথার কারণে এশিয়া কাপের পরবর্তী ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন তিনি। তবে পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে মুস্তাফিজের পরিবর্তে দলে ঢুকেছেন ওপেনার তামিম ইকবাল। এরই মধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি।
গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজ। এদিন ম্যাচের শেষ দিকে বল ধরতে গিয়ে হাঁটুতে ব্যথা পান তিনি। এরপর তাকে পরীক্ষা করাতে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের কথা মতো তাকে বিশ্রামে রাখা হচ্ছে। তাছাড়া এশিয়া কাপের পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপক। তাই মুস্তাফিজকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাচ্ছে না বাংলাদেশ।
বাংলাদেশ দলের ফিজিও বায়জিদুল ইসলাম খান বিবৃতিতে বলেন, ‘সোমবার মুস্তাফিজের এমআরআই স্ক্যান করানো হয়েছে। রিপোর্টে ডান দিকে চোটের কথা বলা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা তিনি বিশ্রামে থাকবেন। এরপর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। আমরা আশা করছি, সে দ্রুত সেরে উঠবে এবং বোলিং শুরু হবে।’