স্বপ্নের ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে মাশরাফি বাহিনী। ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
শুরুতে তামিম ইকবাল আউট হয়ে যান ৭ রান করে। দ্বিতীয় উইকেটে ৩৩ রানের জুটি গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার ও সাব্বির। কিন্তু নবম ওভারে সাব্বিরকে বোল্ড করেন আফ্রিদি। ১৪ রান করে ফেরেন সাব্বির। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে ৩৭ রানের জুটি গড়েন সৌম্য। তবে ১৪তম ওভারে সৌম্যকে বোল্ড করেন আমির। আউট হওয়ার আগে ৪৮ রান করেন সৌম্য।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা ১২৯ রান জমা করতে পারে পাকিস্তান। পাকিস্তানের হয়ে ৩০ বলে ৪১ রানের ইনিংস খেলেন শোয়েব মালিক। এছাড়া ৪২ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন সরফরাজ আহমেদ।
বাংলাদেশের পক্ষে তিন উইকেট নেন আল-আমিন হোসেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের সৌম্য সরকার।