আয়ারল্যান্ডকে হারালো ওমান
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডকে হারিয়েছে ওমান।
প্রথমে টসে জিতে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড। গ্যারি উইলসনের ৩৮ ও উইলিয়ামস পোর্টসফিল্ড এবং পল স্টারলিংয়ের ২৯ করে রানের সুবাদে ১৫৪ রানের স্কোর গড়ে আয়ারল্যান্ড। ওমানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মুনিস আনসারি।
জবাব দিতে নেমে ওমানের পক্ষে শক্ত ভিত গড়ে দেয় ওপেনার জিসান মাকসুদ ও খায়ার আলী। ১৫৫ রানের টার্গেটে দুজন শুরুতে ৬৯ রান জমা করেন। জিসান (৩৮) ও খায়ার (৩৪) ফিরে যাওয়ার পর স্কোরবোর্ডে ২৪ রান যোগ করেন জাতিনদ্বার সিং। এরপর চলে আমের আলীর ব্যাটিং। মাঝে কেভিন ও’ব্রায়েন ও এন্ডি মেকব্রায়েনের ২টি করে উইকেট লাভ করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আয়ারল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় আইরিশদের। শেষ ৩ বলে ওমানের জিততে প্রয়োজন ৩ রান। চতুর্থ বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট ক্যামিও ইনিংস খেলা আমের আলী (১৭ বলে ৩২)। তবে পরের বলটি ম্যাক্স সোরেসন নো বল করেন এবং উইকেট রক্ষক তা ধরতেও ব্যর্থ হন। এর ফলে ৫ রান পেয়ে জয় নিশ্চিত হয় ওমানের।