শুরু হলো তাসকিনের ফেরার লড়াই
- স্পোর্টস ডেস্ক :
ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তবে বোলিং অ্যাকশনের ত্রুটি সেরে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তাসকিন।
আর এজন্য তাকে লড়াই করতে হাবে নিজের অ্যাকশনের সাথে। আর তাই সোমবার অ্যাকশন শুধরানোর প্রক্রিয়া শুরু করেছেন তিনি। তার সাথে আছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের। হিথ স্ট্রিকের অধীনেই তাসকিনের এই পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে ১৪ মার্চ চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন আহমেদ। ১৯ মার্চ তার ফল প্রকাশ করা হয়। ত্রুটি থাকার অভিযোগে তাকে নিষিদ্ধ করে আইসিসি। পরে অবশ্য এই নিষেধাজ্ঞা স্থগিতের জন্য বিসিবি আবেদন করলেও তা খারিজ করে দেয় আইসিসি।