আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড-ইংল্যান্ড

আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড-ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক 

টি২০ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে বুধবার। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় দিল্লির ফিরোজ শাহ্ কোটলা স্টেডিয়ামে শুরু হবে।

এবারের আসরে উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তারা সুপার টেনের সবকটি ম্যাচেই পেয়েছে দাপুটে জয়। স্বাগতিক ভারতকে হারিয়ে তারা মূলপর্ব শুরু করে। আর সেই ধারা তারা নিজেদের প্রতিটি ম্যাচেই অব্যাহত রেখেছে।

কিউই অধিনায়ক উইলিয়ামসন বলেন, এটা টি২০ ক্রিকেট। এখানে যে কোনো মুহূর্তে ফলাফল বদলে যেতে পারে। যে কেউ হারতে পারে আবার জিততেও পারে। এই ম্যাচটিকে তিনি অনেক বড় মঞ্চ হিসেবে দেখছেন। তাই সবকিছু তিনি পারিকল্পনামাফিকই করতে চান।

উইলিয়ামসন আরো বলেন, ‘আমরা জানি তারা (ইংল্যান্ড) আমাদের জন্য অনেক বড় হুমকি। তাদেরকে আমরা ওয়ানডে সিরিজ খেলার সময়ই ইংল্যান্ডে পর্যবেক্ষণ করেছি। যখন আমি কাগজে তাদের নাম দেখলাম তখনই আমি বুঝেছি এটা অনেক কঠিন চ্যালেঞ্জ হবে। তারা খুবই কঠিন এবং আক্রমণাত্বক ক্রিকেট খেলে। তাদেরকে সেমিফাইনালে দেখে আমি মোটেও বিস্মিত নই।’

অন্যদিকে ইয়ন মরগানের নেতৃত্বে জয়ের প্রত্যাশা নিয়েই প্রথম সেমিতে মাঠে নামবে ইংলিশরা। অপরাজিত নিউজিল্যান্ড প্রতিপক্ষকে নিয়ে মোটেও ভাবছেন না তারা। মরগান বলেন, তার দলের জয় পাওয়ার সামর্থ্য রয়েছে। সেই রকম দক্ষতা দলের ক্রিকেটাররা দেখিয়েছে। আর নির্ভার থেকে ক্রিকেট খেলতে পারাটাই হচ্ছে আসল কথা। favicon59

Sharing is caring!

Leave a Comment