ওয়ানডেকে বিদায় জানালেন এলিয়ট
- স্পোর্টস ডেস্ক
ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের ৩৭ বছর বয়সী অলরাউন্ডার গ্রান্ট এলিয়ট। তবে টি-টোয়েন্টি খেলে যেতে চান এই ডানহাতি অলরাউন্ডার।
২০০৮ সালে অভিষেক হয় তার। নিয়মিত খেলেন ২০১০ সাল পর্যন্ত। এরপর দুই বছর পরে দলে ফেরেন ২০১৩ সালে। তবে ২০১৪ দলে ছিলেন না তিনি। ২০১৫ সালে আবার ফেরেন নিউজিল্যান্ডের ওয়ানডে দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে তিনি জানান, ‘আমি আমার শেষ একদিনের ম্যাচটি খেলে ফেলেছি। টেস্ট ক্রিকেটে ফেরার আশা আমার নেই। টেস্ট দলের জার্সিটাও আমি অনেকদিন দেখিনি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটটা খেলে যাব।’
এলিয়ট ৮৩টি ম্যাচ ওয়ানডে ক্রিকেটে খেলেছেন। তিনি মোট ১৯৭৬ রান করেছেন এবং বল হাতে নিয়েছেন ৩৯টি উইকেট।