স্যামুয়েলসকে জরিমানা করলো আইসিসি
- স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজকে টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার পেছনে সবচেয়ে বড় অবদান মারলন স্যামুয়েলসের।
তিনি ফাইনালে ৬৬ বলে ৯টি চার এবং ২টি ছয়ের মারে ৮৫ রানে অপরাজিত থাকেন এবং ম্যাচ সেরা নির্বাচিত হন। তবে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেতে হচ্ছে স্যামুয়েলসকে, ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে তার।
আইসিসি এলিট প্যানেল তাকে এই জরিমানা করেছে। ম্যাচের শেষ ওভারে বল করছিলেন ইংলিশ বোলার বেন স্ট্রোক আর এ সময় নন স্ট্রাইকে থাকা স্যামুয়েলস নাকি স্ট্রোককে উদ্দেশ করে আক্রমণাত্মক কথা বলেন। আর এ ঘটনার জন্য এই মারকুটে ব্যাটসম্যানকে জরিমানা করা হয়েছে।