নায়ক থেকে খলনায়ক

নায়ক থেকে খলনায়ক

  • স্পোর্টস ডেস্ক 

বেন স্টোকস ইংল্যান্ডের অন্যতম সেরা বোলার। তাছাড়া শেষের দিকের ওভারগুলোতে খুব নিয়ন্ত্রিত বল করেন তিনি। আর এজন্য তাকে বলা হয় ‘ডেথ ওভারের নায়ক’। এ সময় স্টোকস প্রায় ৫০ শতাংশের বেশি ডট বল করে থাকে।

কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তিনি নায়ক থেকে হয়ে গেলেন খলনায়ক। ফাইনালের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৯ রান, যা টপকানো বেশ কঠিন ব্যাপার। এ সময় স্ট্রাইকে ছিলেন ক্যারিবীয়দের হয়ে অষ্টম ব্যাটসম্যান কার্লোস ব্রাফেট। তাই কাজটা হয়তো আরো কঠিন ভেবেছিল সবাই।

কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করলেন ব্রাফেট প্রথম চার বলে চারটি ছক্কা মেরে দলকে অবিশ্বাস্য একটি জয় এনে দিয়ে রীতিমতো নায়কে পরিণত হন। আর খলনায়ক হয়ে যান বেন স্টোকস।

Sharing is caring!

Leave a Comment