প্রথম ম্যাচে জয় পেয়েছে কলকাতা
- স্পোর্টস ডেস্ক
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দিল্লির বিপক্ষে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে দিল্লি। মাত্র ৯৮ রান করে অলআউট হয় জহির খানের দল। সর্বোচ্চ ১৭ রান করেন দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক। কলকাতার পক্ষে ৩টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও ব্র্যাড হগ। এ ছাড়া ২টি করে উইকেট নেন পীযূষ চাওলা ও জন হেস্টিংস।
৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৫ বল হাতে রেখে সহজেই জয় পেয়ে যায় কলকাতা। কলকাতার রবিন উথাপ্পা আউট হওয়ার আগে ৩৫ রান করেন। অধিনায়ক গৌতম গাম্ভীর ৩৮ রান করে অপরাজিত থাকেন । দিল্লির পক্ষে একমাত্র উইকেটটি লাভ করেন অমিত মিশ্রা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আন্দ্রে রাসেল।
তবে এই ম্যাচে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতার একাদশে জায়গা হয়নি। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	