অবসরে জেমস টেইলর
- মো. সাইফ
ইংলিশ ক্রিকেট তারকা জেমস টেইলর হৃদরোগ-জনিত কারনে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মাত্র ২৬ বছর বয়সেই স্টাইলিশ ডানহাতি এই ব্যাটসম্যান অবসরের ঘোষণাটি দেন। আজ (১২ এপ্রিল) এক টুইটার বার্তায় তিনি জানান, ‘বলতে হচ্ছে এই সপ্তাহটি ছিলো আমার জীবনের সবচেয়ে খারাপ সময়। আমার দুনিয়া এলোমেলো হয়ে গিয়েছে, তবে আমি এখনো আছি, যুদ্ধ চালিয়ে যাবো।’ সংবাদ : নিউ ইয়র্ক টাইমস।
ইংল্যান্ড টেস্ট দলে ২০১২ সালে প্রথম সুযোগ পান টেইলর। সেসময় তার শারীরিক উচ্চতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। ইংল্যান্ডের মতো একটি দলে ৫ ফিট ৬ ইঞ্চি উচ্চতা নিয়ে তিনি বেশিদিন খেলতে পারবেন না এমন অদ্ভুত উক্তি নিজের আত্মজীবনীতে করেছিলেন আরেক বিতর্কিত ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। পিটারসেন বলেন, ‘জেমস এর সাথে আমার ব্যাক্তিগত বিরোধ নেই, তবে আমি মনে করি ও এই উচ্চতা নিয়ে বেশিদিন দলে খেলতে পারবে না। ওর বাবা একজন ঘোড়ার জকি, সেও একই কাজের জন্যই উপযুক্ত।’
তবে জাতীয় দলে পারফর্মেন্স দিয়ে সব সমালোচনার জবাব দিয়েছেন জেমস টেইলর। ২৭ টি আন্তজার্তিক ওয়ানডেতে তার রানের গড় ৪২ ! গত ডিসেম্বর এবং জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৭০ এবং ৪২ রান করে জয়ে অবদান রেখেছিলেন জেমস। শ্রীলংকা এবং পাকিস্থানের বিপক্ষে আসন্ন সিরিজগুলোতে তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনায় রাখা হয়েছিলো। তবে হৃদরোগ ধরা পড়ায় বর্তমানে যেকোনো ধরনের খেলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন এই সম্ভাবনাময় খেলোয়াড়।